সোমবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার তালসু কুণ্ডপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মি. সুমন ওই গ্রামের মৃত পল গোমেজের ছেলে।
নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরির্দশক (ইন্সপেক্টর) মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, মি. সুমন দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে বিক্রি করে আসছিলেন। বিকেলে গোপন সংবাদের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ৪টি প্লাস্টিকের বোতলে রাখা ৮ লিটার চোলাই মদ ও হাঁড়িতে রাখা ৫০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে বড়াইগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
টিএ