সোমবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাকে ফিরে পেতে আকুতি জানায় শিশুটি।
লিখিত বক্তব্যে সাজিদ জানায়, তার বাবা খালেদ সাইফুল্লাহ শিবলী ও মা রহিমা খাতুন নায়ারের ১৪ বছরের সংসার।
‘তৃতীয় শ্রেণিতে পড়ার সময় নানা বাড়ি বেড়াতে গেলে তার নানা-নানী তাকে জোর করে রেখে দেয়। এর দুইবছর পর তার মাও চলে আসেন সেখানে। ’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক পর্যায়ে শিশুটির মা-বাবার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে আলাদা থাকতে শুরু করেন।
এরই মধ্যে শিশুটি মায়ের কাছে যাবে না বাবার কাছে থাকবে- এ নিয়ে তার বাবা-মায়ের মধ্যে ঝগড়াও শুরু হয়। এক পর্যায়ে গত ৬ আগস্ট শিশুটির মা তার বাবার কাছে ডিভোর্স লেটার পাঠান।
শিশু সাজিদ বলে, ‘আমি বাবার কোনো দোষ খুঁজে পাইনি। এরমধ্যে বাবাকে ডিভোর্স দেওয়ার কিছুদিনের মধ্যেই ফুলগাজীর এক আমেরিকা ফেরত লোকের সঙ্গে মায়ের বিয়ে দেন আমার নানা হুমায়ুন শাহরিয়ার। ’
‘আমি কিছু জানি না। আমি আমার মাকে ফিরে পেতে চাই,’ কান্না জড়িত কণ্ঠে বলে শিশু সাজিদ।
এ সময় শিশুটির বাবা ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ শিবলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এসএইচডি/এমএ