ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কু‌ড়িগ্রা‌মে মা ইলিশসহ আটক ব্য‌ক্তির জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
কু‌ড়িগ্রা‌মে মা ইলিশসহ আটক ব্য‌ক্তির জরিমানা

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় অবৈধভাবে মা ইলিশ বহনের অপরাধে আটক গোপাল চন্দ্র‌কে দুই হাজার টাকা জরিমানা করে‌ছে ভ্রাম্যমাণ আদালত।
 

শুক্রবার (২০ অ‌ক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দে‌বেদ্রনাথ উরাঁও এ জরিমানার আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে ফুলবাড়ী উপজলার চাত্তাবাড়ী মোড় এলাকা থে‌কে সাত কেজি মা ইলিশসহ গোপাল চদ্র (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

 

আটক গোপাল কু‌ড়িগ্রা‌মের নাগেশ্বরী উপজেলা সদরের শুভদেব চন্দ্রের ছে‌লে।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলা‌নিউজ‌কে জানান, সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ জরিমানা করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অ‌ক্টোবর ২০, ২০১৭
এফইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।