শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেদ্রনাথ উরাঁও এ জরিমানার আদেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে ফুলবাড়ী উপজলার চাত্তাবাড়ী মোড় এলাকা থেকে সাত কেজি মা ইলিশসহ গোপাল চদ্র (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক গোপাল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের শুভদেব চন্দ্রের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ জরিমানা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এফইএস/এমএ