শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার হরিহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের বাসিন্দা আতাউর রহমান (৪০) ও তার আত্মীয় মো. নজরুল ইসলাম (৪৫)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তিসহ তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসআরএস