বিআইডব্লিউটিএ-এর সদরঘাটে দায়িত্বরত নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক শাহেদ রেজা বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তবে ঢাকা-হাতিয়া, ঢাকা-গিটুয়া এবং ঢাকা-রাঙাবালি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে বিকেল থেকে নৌ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শাহেদ রেজা জানিয়েছিলেন, বেলা আড়াইটা থেকে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগে সকাল থেকে ৬৫ ফিটের নিচের লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছিলো। পরে আবহাওয়া আরো বিরুপ আকার ধারণ কারায় সব নৌযান বন্ধ রাখা হয়।
এদিকে বরিশাল ও চাঁদপুর থেকেও ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়ে আসছে বলে খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এসজে/ এসএইচ