ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীতে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গুলিস্থানের একটি শপিং কমপ্লেক্সের মেইন গেটের সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পল্টন থানা উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ গুলিস্থান শপিং কমপ্লেক্সের মেইন গেটের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত ৮টার দিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিলো না। তবে তার বাম পায়ে পুরাতন দু’টি কাটা দাগ দেখা গেছে। তার পরনে টিয়া রঙের টি-শার্ট ও ফুল প্যান্ট ছিল।  

ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।