শুক্রবার (২০ অক্টোবর) রাত ১০টা থেকে নৌ-রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ৬ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট ম্যানেজার (মেরিন) মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, পদ্মায় তীব্র স্রোত ও বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে চারটি রো রো এবং ৩টি কে-টাইপ ফেরি চলাচল করলেও বর্তমানে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সকাল ১১টা থেকে এই নৌ-রুটে স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রীদের বাড়তি চাপ ছিল। ঘাট এলাকায় বর্তমানে পারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন রয়েছে। আবহাওয়া অনকূলে না আসা পর্যন্ত ঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যাবে না।
বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এএ