বৃষ্টির মধ্যেই শুক্রবার (২০ অক্টোবর) দিনভর মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ও র্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
রাতে বিষয়টি বাংলানিউজকে জানিয়ে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ৩৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকিদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুরো দিনের অভিযানে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এমএস/এএ