ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫২ জেলে আটক, ১ লাখ ১৭ হাজার মিটার জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
বরিশালে ৫২ জেলে আটক, ১ লাখ ১৭ হাজার মিটার জাল জব্দ

বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১৭ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এসময় আটক হয়েছেন ৫২ জন জেলে। পাশাপাশি ১৬৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বৃষ্টির মধ্যেই শুক্রবার (২০ অক্টোবর) দিনভর মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ও র‌্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

রাতে বিষয়টি বাংলানিউজকে জানিয়ে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের মধ্যে ৩৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকিদের  অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পুরো দিনের অভিযানে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।