ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৭
খাগড়াছড়িতে এক ব্যক্তিকে জবাই করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির কমলছড়ির ভুয়াছড়ি এলাকায় সমুয়েল চাকমা (৪৭) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) কর্মী বলে জানা যায়। তবে এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


 
শুক্রবার (২০ অক্টোবর) রাত ১১টায় ভুয়াছড়ির দুর্গম খ্রিস্টান পাড়া থেকে নিহত সমুয়েল চাকমার বাড়ির পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্না জানান, নিহত ব্যক্তির মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।