শুক্রবার (২০ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাজিপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক সম্রাট ইয়াছিন চৌমুহনী পৌর এলাকার হাজিপুর গ্রামের সফর আলী ব্যাপারি বাড়ির নাদরেজ্জামান কালা মিয়ার ছেলে।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াছিনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ইয়াছিন দীর্ঘদিন চৌমুহনী পৌরসভার পূর্ব বাজার ও দক্ষিণ বাজারসহ বিভিন্ন এলাকা ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এএ