কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরের চিথলিয়ায় বসতবাড়ির মাটির দেয়াল চাপা পড়ে রুপচাঁদ মল্লিক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) ভোরে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।
চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল বাংলানিউজকে জানান, ভোরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রুপচাঁদ মল্লিক।
এসময় হঠাৎ বসতঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়েন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা মাটি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
দুই দিনের টানা বর্ষণের ফলে ঘরের দেয়ালের মাটি নরম হয়ে ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।