ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ আটক ৩

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ৩ যুবককে আটক করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মদহ ব্যাঙগাড়ী মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক যুবকরা হলেন- উপজেলার দৌলতখালী গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে মোহন (৩০), হাসিম উদ্দিনের ছেলে তফিকুল (২৬), ও ফিলিপনগর গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে সেলিম (২৪)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য একদল সন্ত্রাসী ব্যাঙগাড়ী মাঠে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার পুলিশ ব্যাঙগাড়ী মাঠে অভিযান চালিয়ে ওই ৩ যুবককে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি শাটার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।