শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ উদঘাটনে তদন্ত টিম গঠন করা হবে। তবে, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে, সার্কিট হাউজে আগুন লাগার খবর শুনে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭
আরএ