শনিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চার হাজার ৩৪৫ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এসব দেয়া হয়।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মণ্ডল বলেন, এ বছর বন্যায় সৈয়দপুর উপজেলার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হলো।
অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনা বেগম।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
টিএ