ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মিয়ানমার থেকে পালিয়ে আসা তৌসিফ আহমেদ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) সকালে মহানগরীর মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

বোয়ালিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার বাংলানিউজকে জানান, সকালে মেহেরচণ্ডি মধ্যপাড়া এলাকা বৃষ্টিতে ভিজছিলেন ওই রোহিঙ্গা যুবক।

এ সময় স্থানীয়রা তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন। পরে স্থানীয়রা থানায় খবর দেন।  

খবর পেয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিল্টন আহমেদ গিয়ে ওই যুবককে থানায় নিয়ে আসেন।

আটক তৌসিফের ভাষা তেমন বোঝা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রোহিঙ্গা যুবক আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি থানার বাইরে আছেন। এ ব্যাপারে থানায় গিয়ে সব তথ্য জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭ 
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।