ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কেক কেটে সপ্তম বর্ষপূর্তি উদযাপন ‘ডেইলি সান’-এর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
কেক কেটে সপ্তম বর্ষপূর্তি উদযাপন ‘ডেইলি সান’-এর কেক কেটে সপ্তম বর্ষপূর্তি উদযাপন ‘ডেইলি সান’-এর। ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: সপ্তম পেরিয়ে সাফল্যের অষ্টম বছরে পা দিচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’। সোমবার ২৩ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টায় কেক কেটে ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

কেক কাটতে আসেন বসুন্ধরা গ্রুপের দুই ভাইস-চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান। এসময় ফুল দিয়ে দুই ভাইস-চেয়ারম্যানকে বরণ করে নেয়া হয়।

ভাইস-চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার বক্তব্যে বলেন, যাত্রা শুরুর পর অনেকগুলো বছর পেরিয়ে গেছে এই ইংরেজি দৈনিকটির। সামনের দিনগুলো আরও সুন্দর হবে। শুভ কামনা করছি।

ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান বলেন, ডেইলি সান ভালো করছে। ইস্ট ওয়েস্ট মিডিয়ার অধীন সব সংবাদ মাধ্যমই খুব ভালো করছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।  

ডেইলি সান-এর ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন, উৎসবের শুরুতে দু’জন ভাইস চেয়ারম্যানকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। চেয়ারম্যান শুভেচ্ছা জানিয়েছেন। অষ্টম বছরে ডেইলি সান আরও সমৃদ্ধ হবে, আরও বড় হবে।

আগামীতে আরও বড় পরিসরে ডেইলি সান নিজেকে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডেইলি সান-এর ভারপ্রাপ্ত সম্পাদক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বসুন্ধরা গ্রুপের সিনিয়র উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজটোয়েন্টিফোর'র এক্সিকিউটিভ ডিরেক্টর হাসনাইন খোরশেদ, ডেইলি সান-এর নির্বাহী সম্পাদক শিয়াবুর রহমান এবং রেডিও ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর সজীব মালেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এসএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।