সোমবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র এ মেলার আয়োজন করে।
সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র সাইদুল করিম মিন্টু, সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. আবদুল হাই, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান পর্যবেক্ষক উজ্জল হোসেন, আইনজীবী একেএম মনোয়ারুল হক লাল।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি