সোমবার (২৩ অক্টোবর) পটুয়াখালী স্পেশাল দায়েরা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল মোল্লা বাউফল উপজেলার কবিরকাঠি গ্রামের মোতালেব মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ অক্টোবর পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল মোল্লাকে আটক করে পুলিশ। এ ঘটনায় বাউফল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আসামির অনুপস্থিতিতে এ রায় দেন আদালত।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কেবিএম অরিফুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন গাজী আল মামুন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমএস/জিপি