সোমবার (২৩ অক্টোবর) মাসদাইর এলাকার বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছবি তোলা হয়। এর আগে ওয়ার্ডের অর্ধেক নতুন ভোটারদের অঞ্চল ভাগ করে তাদের ছবি রোববার (২২ অক্টোবর) তোলা হয়।
স্থানীয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নতুন ভোটারদের ছবি তোলা সম্পন্ন হয়েছে। কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুইদিনে ৬৭৯ জন ছবি তুলেছে।
নতুন ছবি তুলতে আসা পারভেজ জানান, ছবি তুলেছি; কোনো হয়রানি হয়নি। তেমন ভিড়ও নেই।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইএ