ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পরিবেশ অধিদফতরের কারখানা পরিদর্শন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
সাভারে পরিবেশ অধিদফতরের কারখানা পরিদর্শন সাভারে পরিবেশ অধিদফতরের কারখানা পরিদর্শন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): পরিবেশ দূষণ প্রতিরোধে সাভারের বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ অভিযান ও পরিদর্শন শুরু করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (২৩ অক্টোবর) দিনব্যাপী সাভারের শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগ।
 
অভিযান শুরুর পর বেশকিছু কারখানায় অসংগতি দেখা গেছে বলে বাংলানিউজকে  জানিয়েছেন মনিটরিং ও এনফোর্সমেন্ট বিভাগের উপ-পরিচালক আব্দুল হাই।

তিনি বলেন, পর্যায়ক্রমে সাভারের সব ডাইং এবং ওয়াসিং কারখানা থেকে নমুনা সংগ্রহ করা হবে। কর্ণপাড়া শিল্পাঞ্চলের দোয়েল গ্রুপ, এইচ আর গ্রুপ, বেলকুচি নিট অ্যান্ড ডাইং, বাংলাদেশ ডাইং কারখানা থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের উৎপাদন সময়ের সঙ্গে ইটিপির সচল রাখার মধ্যে অসংগতি দেখা গেছে। সংগ্রহীত নমুনা পরীক্ষা করে কোনো ক্ষতিকারক নিয়ামক পাওয়া গেলেই তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।