সিলেটের জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের নিয়াগোল গ্রামের বাসিন্দা বদর উদ্দীন। ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ হওয়ায় সপরিবারে থাকেন নগরীর মিরাবাজারের খারপাড়ায় মিতালী-৩০ ভাড়া বাসায়।
চার মাস হয় নিখোঁজ হয়েছেন ট্রাভেলস ব্যবসায়ী আসাদুজ্জামান বাপ্পী (২৬)। গত ৯ জুলাই সন্ধ্যায় নগরীর করিমউল্লাহ মার্কেটে আসার পথে তিনি নিখোঁজ হন। সেই থেকে অপেক্ষার যন্ত্রণায় ভুগছেন তার হতভাগ্য বাবা।
সেদিন থেকে ছেলের দুটি মোবাই ফোন নম্বরও (০১৭৩৩৬৯২২৬৮ ও ০১৬১৩৬৯২২৬৮) বন্ধ রয়েছে। তবুও সেই নম্বর দুটিতে বারবার কল করে অবুঝ পিতা। এই বুঝি ফোন ধরে ছেলে বাবা বলে ডেকে উঠবে! প্রত্যাশা বদর উদ্দীনের।
ছেলের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাহায্যের আর্তি নিয়ে ছুটে গেছেন র্যাব-৯ ও পুলিশের কাছেও। খোদ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গেও দেখা করেছেন। কিন্তু ছেলের কোনো সন্ধান পাননি। তারপরও আশা ছাড়েননি বদর উদ্দীন।
সোমবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর দৃষ্টি আকার্য়ণের চেষ্টায়।
বাপ্পী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাবেক সদস্য ও জকিগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। তবে তার কোনো শত্রু নেই বলে জানান বদর উদ্দীন। ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। আর কোনো বিরোধ নেই।
ছেলেকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে অসহায় বাবা বলেন- মারা যাওয়ার আগে ছেলের মুখ দেখে যেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই!
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনইউ/এমজেএফ