ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
কাপ্তাই হ্রদের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম- আব্দুল কাদের (০৬) ও নিপা আক্তার (০৪)।

ভাসাইন্যাদম ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই শিশু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের ১৪ নং মৌজার পুরানবস্তি এলাকার নাছির উদ্দীনের ছেলে-মেয়ে।

মৃতদের পরিবার ও এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, সকালে আব্দুল কাদের ও নিপা খেলা করতে ঘর থেকে বাইরে বের হয়। দুপুরের দিকে বাড়ির পার্শ্ববর্তী ঘাটে কাপ্তাই হ্রদে নিপার মরদেহ ভেসে উঠে। এরপর স্থানীয়রা হ্রদে নেমে ডুবন্ত অবস্থায় কাদেরের মরদেহ উদ্ধার করে।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. ফখরুল হাসান শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বাংলানিউজকে বলেন, শুনেছি ভাসাইন্যাদম এলাকায় দু’টি শিশু কাপ্তাই হ্রদে ডুবে মারা গেছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অপমৃত্যু মামলা দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।