সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম পটুয়াখালীর গলাচিপা থানার বারোসিপা গ্রামের আবু তাহের সিকদারের ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহা জানান, জিরানী এলাকায় একটি বাস নষ্ট হয়ে গেলে ওই বাসটিকে অপর আরেকটি বাসের সহযোগিতায় টেনে নেয়ার চেষ্টা করা হচ্ছিল। এসময় দু’টি বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন নজরুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ