সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের দিগনগর ইউনিয়নের রথখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সমুন উপজেলার রাগদী ইউনিয়নের রড়দিয়া গ্রামের আবু তালেবের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ফরিদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম বাংলানিউজকে জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি নসিমন রথখোলা এলাকায় গেলে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের যাত্রী সুমনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়াও আহত দুইজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
টিএ