সোমবার (২৩ অক্টোবর) দুপুরে তল্লাশি করে তার কাছ থেকে চারটি সোনার বার পাওয়া যায়। ধ্রুব গাইন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আড়ুয়াকান্দী গ্রামের সৃষ্টি ধরের ছেলে।
ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার নিজাম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে নিয়মিত তল্লাশি করা হচ্ছিল। এসময় ধ্রুব গাইনের কাছ থেকে ৪টি সোনার বার পাওয়া যায়।
উল্লেখ্য, তিনি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানার একটি চলমান মামলার আসামি। তাকে ১৭ অক্টোবর ঝিনাইদহ জেলা কারাগারে আনা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭
আরএ