সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের সহায়তায় জেলা তথ্য অফিসের এ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই জেলায় রয়েছে পাহাড়, হাওর এবং সমতলের অপূর্ব সমন্বয়। চা বাগান, গ্যাস ফিল্ড, রাবার বাগানের প্রাকৃতিক সম্পদের ভরপুর এই এলাকায় অনেক দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থানও রয়েছে। রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী পশু শাইল চাউল, কচুরমুখী এবং কৈ মাছ। আদিবাসীসহ সাংস্কৃতিক বৈচিত্রেও ভরপুর হবিগঞ্জ জেলা। এই সকল কিছুকে পরিকল্পিতভাবে পরিবেশনের মাধ্যমে পর্যটনকেই জেলার ব্র্যান্ডিং হিসাবে বেছে নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক জাকারিয়া, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলাম এবং জেলা তথ্য কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এনটি