সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের যুগিরতবক গ্রাম থেকে তাকে আটক করা হয়।
নাসির উদ্দিন আকন ওই এলাকার যুগিরতবক গ্রামের বাসিন্দা একরাম আলীর ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরকে আটক করা হয়েছে। তার ঘর থেকে ২৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএ