সোমবার (২৩ অক্টোবর) বিকেলে বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।
নয়ন চন্দ্র শীল বরগুনা কোরক স্লুইসগেটের বাসিন্দা তপনের ছেলে।
এ বিষয়ে ইউএনও মো. আনিচুর রহমান বাংলানিউজকে জানান, ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর অভিযোগে নয়নকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এমন কাজ যেন না করে সেই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএ