ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধনবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
ধনবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক পুলিশের জালে আতিয়ার রহমান আতিক। ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে আতিয়ার রহমান আতিক (৩২) নামে এক যুবককে ৪০ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইনসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার নল্ল্যাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আতিক ধনবাড়ীর নল্ল্যাবাজার এলাকার শামসুল হকের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় ইয়াবা ও হেরোইনসহ হাতেনাতে আটক করা হয় আতিককে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, আতিকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হওয়ার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।