বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব ইউ টিন মায়েন্ট।
গুরুত্বপূর্ণ এ বৈঠকের পর দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত দেশটির মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স এর কনফারেন্স রুমে মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সই হবে সমঝোতা স্মারক।
রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সোমবার (২৩ অক্টোবর) মিয়ানমার যায়। সফরের প্রাক্কালে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেওয়া বা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, কোস্টগার্ড মহাপরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরএম/ওএইচ/জেডএম/