ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নেপিডোতে বৈঠক শুরু, মন্ত্রীরা বসবেন দুপুরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
নেপিডোতে বৈঠক শুরু, মন্ত্রীরা বসবেন দুপুরে নেপিডোতে বৈঠক শুরু, মন্ত্রীরা বসবেন দুপুরে/ছবি: সংগৃহীত

ঢাকা: নেপিডোতে বাংলাদেশ-মিয়ানমার সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক চলছে। মিয়ানমার সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানী নেপিডোর হরাইজন লেক ভিউ রিসোর্টে এ বৈঠকে বসেন। দুপুর ১২টা পর্যন্ত বৈঠক চলবে।  

বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব ইউ টিন মায়েন্ট।



গুরুত্বপূর্ণ এ বৈঠকের পর দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত দেশটির মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স এর কনফারেন্স রুমে মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সই হবে সমঝোতা স্মারক।  

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সোমবার (২৩ অক্টোবর) মিয়ানমার যায়। সফরের প্রাক্কালে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেওয়া বা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা ব্যক্ত করা হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলে ‍স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, কোস্টগার্ড মহাপরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরএম/ওএইচ/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।