ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
চুনারুঘাটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা চুনারুঘাটে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট বাজারে খাদ্যপণ্যে ভেজাল উপাদান মেশানোর ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এ অভিযান পরিচালনা করেন।

আল আমিন বাংলানিউজকে জানান, খাদ্যপণ্যে ভেজাল উপাদান মেশানোর অপরাধে গনিশাহ বেকারিকে ৫ হাজার, শাহজালাল বেকারিকে ৩ হাজার ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে রায় ভেরাইটিজ স্টোরকে ২ হাজার মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চুনারুঘাট থানার একদল পুলিশ সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয় বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।