মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিজিবি। এর আগে সোমবার (২৩ অক্টোবর) ভোরে সীমান্তবর্তী লালঘাট গ্রামে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, সোমবার ভোরে সীমান্ত পিলার ১১৯৬/৬-এস এর কাছ থেকে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরবি/