মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় সরকারি বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করে তারা।
এ সময় রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়।
এদিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গিয়ে প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের তৃতীয় বর্ষের ফলাফল স্থগিত রাখা হয়েছে। যার ফলে তারা চতুর্থ বর্ষের ফরম পূরণ করতে পারছেন না। হঠাৎ করে এ নিয়ম চালু করায় অনেকের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। তাই সাময়িকভাবে এ নিয়ম স্থগিত রাখার দাবি করেন তারা।
এদিকে শিক্ষার্থীদের এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছেন তারা।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, বর্তমানে ক্যাম্পাস ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/আরআইএস/