ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফলাফল প্রকাশ এবং চতুর্থ বর্ষের ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় সরকারি বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ করে তারা।
 
এ সময় রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিলে চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গিয়ে প্রশাসনিক ভবনের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেছে।  

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের তৃতীয় বর্ষের ফলাফল স্থগিত রাখা হয়েছে। যার ফলে তারা চতুর্থ বর্ষের ফরম পূরণ করতে পারছেন না। হঠাৎ করে এ নিয়ম চালু করায় অনেকের শিক্ষা জীবন হুমকির মুখে পড়েছে। তাই সাময়িকভাবে এ নিয়ম স্থগিত রাখার দাবি করেন তারা।

এদিকে শিক্ষার্থীদের এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছেন তারা।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, বর্তমানে ক্যাম্পাস ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।