ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে সমাজ উন্নয়ন প্রকল্প কমিটির সমন্বয় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
কাপ্তাইয়ে সমাজ উন্নয়ন প্রকল্প কমিটির সমন্বয় সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন রাঙামাটির কাপ্তাই  উপজেলা সমাজ উন্নয়ন প্রকল্পের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সমন্বিত সমাজ উন্নয়ন প্রকেল্পর উপ প্রকল্প সংগঠক মরজু মানস ত্রিপুরার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চাঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, প্রান্তিক  গ্রামীণ পর্যায়ে জ্ঞান অর্জনের প্রথম সোপান পাড়া কেন্দ্রের মাধ্যমে শুভ সূচনায় এই অঞ্চলের শতভাগ শিক্ষার আলো ছড়িয়ে দেবার জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং পাড়া কেন্দ্রে সামাজিক বিভিন্ন কার্যক্রমে সরকারি দারিদ্র বিমোচন ও সরকারি নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে পাড়া কেন্দ্রকে প্রাণের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।