মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
সৈয়দপুর নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ।
পুলিশের ১৮তম বিসিএস ক্যাডার অফিসারদের সৌজন্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৩ জন শিক্ষার্থীর মধ্যে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা, স্কুলের প্রধান শিক্ষক মির্জা জহুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরবি/