ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

লংগদুতে আগুন, আড়াই কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
লংগদুতে আগুন, আড়াই কোটি টাকার ক্ষতি

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ৫৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

এ ঘটনায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানায়, ভোরে করল্যাছড়ি বাজারের আল-আমিন কম্পিউটার সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। এ দোকান থেকে পাশ্ববর্তী দোকানগুলোতে আগুন ছড়িতে পড়লে ৫৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে লংগদু জোনের সেনা সদস্য, পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লংগদু জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাদ্দেক মেহেদী হাসান, লংগদু উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

এ ব্যাপারে লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী বাংলানিউজকে জানান, লংগদু জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাদ্দেক মেহেদী হাসান বাংলানিউজকে জানান, এ ঘটনায় ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরি করে রাঙামাটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।