মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এসব বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলাল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম হাজরা মুন্নু, উপজেলা কৃষি কর্মকর্তা রথীন্দ্রনাথ বিশ্বাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পাণ্ডে প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮৪২ জন কৃষককে বীজ ও সার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
আরবি/