ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তুচ্ছ ঘটনায় দুই ইউপি সদস্য আহত, ঘরবাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
তুচ্ছ ঘটনায় দুই ইউপি সদস্য আহত, ঘরবাড়ি ভাঙচুর তুচ্ছ ঘটনায় দুই ইউপি সদস্য আহত, ঘরবাড়ি ভাঙচুর

লালমনিরহাট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটে দু’পক্ষের সংঘর্ষে দুই ইউপি সদস্য আহত হয়েছেন। এসময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া মণ্ডলটারী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-কুলাঘাট ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য সেকেন্দার আলী (৩৭) ও সাবেক সদস্য ছালেহ আহম্মেদ দুলাল।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ইউপি নির্বাচন থেকে বর্তমান ও সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে ভোট নিয়ে দ্বন্দ বিরাজ করছে। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওই এলাকার টিকটিকি বাজারে স্থানীয় কবরস্থান সংস্কার নিয়ে আলোচনা সভা বসে। সেখানে সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্য‍ায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বর্তমান ইউপি সদস্য সেকেন্দার আলী গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ইউপি সদস্য সেকেন্দার আলী বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে এ ঘটনার জের ধরে আহত ইউপি সদস্যের লোকজন ক্ষিপ্ত হয়ে পরদিন সোমবার সকালে সাবেক ইউপি সদস্য দুলাল ও তার পক্ষের আবুল হোসেনের ঘর বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় সোমবার রাতে আবুল হোসেনের স্ত্রী সোনাভান ও দুলালের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে সদর থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ দায়ের করায় বর্তমান ইউপি সদস্য সেকেন্দারের লোকজন ক্ষিপ্ত হয়ে ফের মঙ্গলবার সকালে সাবেক ইউপি সদস্য ছালেহ আহম্মেদ দুলালের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুলালকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় সাকোয়া মণ্ডলটারী এলাকার সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ২৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।