মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, প্রশাসনিক কারণে সোমবার (২৩ অক্টোবর) রাতে চার পুলিশ সদস্যকে হিজলা থানা থেকে ক্লোজড করা হয়েছে।
অভিযোগের ধরন বিষয়বস্তু বিস্তারিত তদন্ত রিপোর্ট পাওয়া পর জানানো হবে। তবে তদন্তে সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসপি সাইফুল ইসলাম।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- হিজলা থানার এসআই মো. মহিউদ্দিন, এএসআই সাইফুল ইসলাম ও সরোয়ার বশির এবং কনস্টেবল মাহাতাব।
এদিকে থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা চলাকালীন ২২ দিনে অসৎ উদ্দেশ্যে জেলেদের আটক করে উৎকোচের বিনিময় ছেড়ে দেওয়া, জব্দ করা কারেন্ট জাল বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগ উঠে ওই চার পুলিশ সদস্যর বিরুদ্ধে।
গত ১৫ অক্টোবর হিজলা থানার অয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রত্যাহার হওয়া ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের কাছে স্থানীয়রা এসব অভিযোগ তুলে ধরেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/জিপি