ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে ওএসডি’র প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে ওএসডি’র প্রতিবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনা জেলা প্রশাসকের বাংলোতে চিকিৎসক না পাঠানোর অভিযোগে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে ওএসডির (অফিসার অন স্পেশাল ডিউটি) প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে হাসপাতাল চত্বরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পাবনা জেলার তিনদিনের কর্মসূচির ২য় দিনে এ মানববন্ধন করা হয়।

সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারি ও ইন্টার্ন চিকিৎসক ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন- পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক রেজা,  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আহমেদ তাউস, ডা. জাহেদী হাসান রুমী, ডা. শাহিন ফেরদৌস শানু, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শাহা আলম শোভন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে হাসপাতালের সহকারী পরিচালককে অপসারণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসক যে অভিযোগ এনেছেন সেটি সঠিক না। চিকিৎসা সেবা সকলের অধিকার, এখানে সকলে সমান অধিকার পাবে। তাই সঠিকভাবে তদন্ত করে নিয়ম মাফিক সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি কামনা করেন তারা।

পাবনা বিএমএ’র সভাপতি গোলজার হোসন বাংলানিউজকে বলেন, সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে অপসারণের নিন্দা জানাই। কোনো প্রকারের তদন্ত ছারা একজন দায়িত্বরত কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেয়ার নিয়ম বাতিল করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যেখানে হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে থাকেন। আর জেলা প্রশাসক, তাকে আমরা সম্মান করি। তিনি ক্ষমতার প্রয়োগ এবং অহংকার দেখিয়ে অভিযোগ করে আমাদের হাসপাতালের সহকারী পরিচালককে বদলি করিয়েছেন। আমারা এই জেলা প্রশাসকের অপসারণ দাবি করছি।

পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো বাংলানিউজকে বলেন, ঘটনার বিষয়ে আমি কোনো কিছু জানি না। তবে আমার শরীর খারাপ ছিলো, আমি সিভিল সার্জনকে ফোন দিয়েছিলাম। তিনি এসে আমার রক্তচাপ মেপে গেছেন।

গত বুধবার পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো অসুস্থ হলে জেনারেল হাসপাতালের সহকারী পরিচালককে বাসায় গিয়ে চিকৎসা দেয়ার জন্য বলা হয়। এসময় তিনি যেতে অপারগতা প্রকাশ করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে ওএসডি করানো হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।