এসব ইলিশ ‘মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭’ এর নিষেধাজ্ঞার সময়ে ধরা বলে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে দক্ষিণ জোনের সিজি স্টেশন হিজলা গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।
এসময় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইফাদ’ থেকে ‘মা ইলিশ রক্ষা অভিযান- ২০১৭’ এর অবৈধভাবে মজুদকৃত আনুমানিক ১ হাজার ৬০০ কেজি ইলিশ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
আটককৃত ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/জেডএস