মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ার বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরনে কালো প্যান্ট ও গায়ে টি-শার্ট ছিল। মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি জিয়া লতিফুল।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমবিএইচ/আরআইএস/