ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ক্যান্সার বিষয়ে অ্যাডভোকেসি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
ঝিনাইদহে ক্যান্সার বিষয়ে অ্যাডভোকেসি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে ধুমপান ও তামাকের প্রভাব এবং ক্যান্সার বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা. কানিজ হোসেন জাহান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. দুলাল কুমার চক্রবর্তী, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’র ডেপুটি চিফ ও প্রোগ্রাম ম্যানেজার বজলুর রহমান, ডেপুটি প্রোগ্রামার মখলেছুর রহমান।

এসময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিওকর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধুমপান ও তামাকের ক্ষতিকর দিক তুলে ধরে সকলকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।