ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সবজি ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম হোসেন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে ওই যুবকের বাড়ির পাশ্ববর্তী ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফেলনা কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার।


 
নিহতের ভাতিজা আবুল হোসেন জানান, ইমাম হোসেন সবজি ক্ষেতে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হন। অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।