মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে ওই যুবকের বাড়ির পাশ্ববর্তী ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম হোসেন উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং ফেলনা কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার।
নিহতের ভাতিজা আবুল হোসেন জানান, ইমাম হোসেন সবজি ক্ষেতে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হন। অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জেডএস