ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

১২ নভেম্বর বসছে ১৮তম অধিবেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
১২ নভেম্বর বসছে ১৮তম অধিবেশন জাতীয় সংসদ ভবন

ঢাকা: দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হচ্ছে ১২ নভেম্বর। এদিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। তার আগে বিকেল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন।

দশম জাতীয় সংসদের ১৮তম এবং চলতি বছরের শেষ ও ৫ম অধিবেশন এটি।

 

এরআগে গত ১৪ সেপ্টেম্বর অধিবেশন শেষ হয়। শুরু হতে যাওয়া  অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা যায়। সাংবিধানিক বাধ্যবাধকতায় এবারের অধিবেশন। অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হবে। আলোচনা হতে পারে চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।