মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম ২৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামি মোজাফফরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর আদালত পুলিশের পরিদর্শক বাংলানিউজকে এ তথ্য জানান।
এরআগে, সোমবার (২৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহর থেকে সরকারি এম এম কলেজ পুরাতন ছাত্রাবাস মসজিদের ইমাম মোজাফফরকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে সদর উপজেলার পাগলাদহ গ্রামের মাঠপাড়ায় তার বাড়ি ঘেরাও করা হয়।
পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার মিয়া বাদী হয়ে মোজাফফরকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএ