মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নগরীর বিবির পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটায় ১০/১৫ জন যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, কতিপয় বখাটে যুবক দলবদ্ধ হয়ে নগরের গির্জা মহল্লা এলাকার মোবাইল ওয়ে নামে দোকানের মালিক সোহেলকে মারধর করে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনার সময় স্থানীয়রা এগিয়ে গেলে তাদেরও লাঞ্ছিত করে ওই যুবকরা।
এ ঘটনার পর জয় দেবনাথ নামে এক যুবককে আটক করে পুলিশ।
পাশাপাশি হামলার ঘটনায় নজরুল ইসলাম বিপ্লব নামে এক ব্যক্তি সাত জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল।
আহতরা দাবি করেছেন, তাদের কাছে বখাটেরা চাঁদা চেয়েছিল। কিন্তু তা না দেওয়ায় এ হামলা।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএস/এএ