ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুন হওয়া রূপার বোনকে চাকরি দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
খুন হওয়া রূপার বোনকে চাকরি দিলো স্বাস্থ্য মন্ত্রণালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণের পর খুন হওয়া জাকিয়া সুলতানা রূপার ছোট বোন পপিকে এসেনশিয়াল ড্রাগে অফিস সহকারী পদে চাকরি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার এসেনশিয়াল ড্রাগ কার্যালয়ে পপিকে নিয়োগপত্র দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এহসানুল কবির জগলুল, জেনারেল ম্যানেজার মো. সেলিম উপস্থিত ছিলেন।

নিহত রূপার বড় ভাই হাফিজুর রহমান সন্ধ্যার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১ সেপ্টেম্বর নিহত রুপার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের আসানবাড়ী গ্রামে গিয়ে তার পরিবারকে শান্তনা ও সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ওই সময় তিনি ওই পরিবারকে নগদ এক লাখ টাকা দেন এবং রূপার বোন পপিকে সরকারি চাকরি দেয়ার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ২৫ আগস্ট রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পঁচিশ মাইল এলাকা থেকে রূপার মরদেহ উদ্ধার করে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ। এরপর অজ্ঞাতপরিচয় মরদেহ হিসেবে টাঙ্গাইলের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় মধুপুর অরুণখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২৭ আগস্ট রূপার ছবি দেখে মরদেহ সনাক্ত করেন নিহতের বড় ভাই মো. হাফিজুর রহমান। এরপর মধুপুর থানা পুলিশ ওই বাসের চালক, তার সহকারীসহ পাঁচজনকে গ্রেফতার করলে তারা রূপাকে গণধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এমএন/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।