মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নয়াপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে বিল্লাল হোসেন (২৫) এবং নারান্দী গ্রামের বকুল মিয়ার মেয়ে উর্মি (১৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাঁচদোনা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা ইউসুফ আহমেদ জানান, দুপুরে আড়াইহাজার থেকে মোটরসাইকেলে নরসিংদীর পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে যাচ্ছিলেন বিল্লাল ও উর্মি। পথে চৈতাব নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এসআই