মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধায় জেলা কমিউনিটি পুলিশিং রংপুর জেলা সমন্বয় কমিটির আয়োজনে নগরীর পুলিশ কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসআই (কমিউনিটি পুলিশিং অফিসার) মুহিব্বুল ইসলাম মুনের সঞ্চালনায় ও কমিউনিটি পুলিশিং রংপুর জেলার সমন্বয় কমিটির আহ্বায়ক সদরুল আলম দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুর রহমান , কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া, মহানগর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইদ্রিস আলী, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল ওহাব মিয়া, চন্দনপাঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান এবং মেজর (অব.) নাসিম আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সুশান্ত ভৌমিক।
সভায় আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে আয়োজনের লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ২৪,২০১৭
আরআই